বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালায় এনসিটিএফ-নারায়াণগঞ্জ

399

 ২৯শে আগস্ট রোজ রবিবার বাংলাদেশ শিশু একাডেমির নারায়াণগঞ্জ শাখায় বাল্যবিবাহ প্রতিরোধে শিশু, তরুণ এবং অভিভাবকদের করণীয় শীর্ষক সচেতনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাত জাহান, জেলা শিশু বিষয়ক কর্মকতা, নারায়নগঞ্জ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলো নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ এর প্রফেসর নাছিমা আক্তার, সহকারী অধ্যাপক, রাষ্ট্র বিজ্ঞান বিভাগ । জনাব আক্তারুজ্জামান এবং সেভ দ্য চিলড্রেন এর ফিল্ড অফিসার Farzana Basher Tonni ও জেলা ভলেন্টিয়ার Nil Ema Nilema । অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন এনসিটিএফ নারায়নগঞ্জ জেলার সভাপতি মো. দ্বীনইসলাম।

সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা এনসিটিএফ এর শিশু উপদেষ্টা মহুয়ার উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয়। এরপর  স্বাগত বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা এনসিটিএফ এর চাইল্ড পার্লামেন্ট মেম্বার লাবিবা রশিদ আতিকা। এরই মাঝে সম্মানিত অতিথিকে এনসিটিএফ সহায়িকা দিয়ে স্বাগত জানায় এনসিটিএফ শিশু সাংবাদিক মেয়ে অথই ইসলাম।

এরপর শুরু হয় মুক্ত আলোচনা। শিশু, তরুণ, অভিভাবকেরা তাঁদের মতামত, সমস্যা ও প্রশ্নের কথা এ আলোচনায় তুলে ধরেন। তারপর অতিথিদের বক্তব্যের পর্ব শুরু হয়। একে একে সকল অতিথি তাঁদের মূল্যবান বক্তব্য দেন। তবে প্রায় সকলেই বাল্যবিবাহ বিরোধে অভিভাবকদের দায়িত্বকে গুরুত্ব দিয়ে দেখেন।

এরপর সভাপতি তাঁর ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। উপস্থিত শিশু, তরুণ, অভিভাবকসহ সকলকে নাস্তা প্রদান করা হয়। এর মাধ্যমে স্বল্প পরিসরে বাল্যবিবাহ বিরোধী মতবিনিময় সভা শেষ হয়।

আয়োজনে National Children’s Task Force,Narayanganj

সহযোগিতায় ছিলো Save the Children in Bangladesh and Bangladesh Shishu Academy – বাংলাদেশ শিশু একাডেমি