নিজস্ব প্রতিনিধি ঃ পরিবেশ বান্ধব নারায়নগঞ্জ চেয়ে ডিসির হস্তক্ষেপ কামনা করেছেন সাংবাদিক ও সংগঠক সুলতান মাহমুদ।
বৃষ্টি নেই, হয় নি কোনো ঝড় তুফান তবুও পানি আর শুধু ই পানি তা আবার নোংরা,টয়লেটের ময়লা গন্ধ যুক্ত,ডাইং এর কেমিকেল মিশ্রিত আর দীর্ঘ দিনের মতো জলাবন্ধতার কারনে আজ শনিবার (১৯ ফেব্রুয়ারী) ফতুল্লা পাইলট স্কুল সংলগ্ন দাপা কমিউনিটি ক্লিনিকে করোনার টিকা নিতে এসে দূর্ভোগে পরেছে কয়েক হাজার নর নারী । জনগন কে এ জলাবন্ধতার হাত থেকে রক্ষা করতে এখনো কোনো দৃশ্যমান ভূমিকা নেই নি স্হানীয় জনপ্রতিনিধি (মেম্বার)।এতো দিন মেম্বারদের মুখের বুলিঁ ছিলো শপথ নেই নি তাই কাজ করতে পারছি না অথচ গত ২ দিন আগে শপথ নেওয়া হয়েছে জনপ্রতিনিধিদের আর দায়িত্বও কিন্তুু এখন পেয়ে গেছেন তবুও কেন এখনো জলাবন্ধতার শিকার হতে হচ্ছে এ শীতকালীন মৌসুমেও এমন অভিমত দূর্ভোগে শিকার হওয়া মানুষদের। অতীত সময়ে এখানে নির্বাচিত কোনো মেম্বার না থাকায় স্হানীয় জনগন প্রায় সারা বছর ই জলাবন্ধতার শিকার হয়েছিলো বলে ই স্হানীয় জনগন এবারের নির্বাচনে জলাবন্ধতা থেকে রক্ষা করবে এমন একজন প্রার্থী কে ভোট দিয়ে নির্বাচিত করবে ঠিক তেমনি জনগন কে জলাবন্ধতার হাত থেকে মুক্ত করার আশ্বাস দিয়ে ভোট নিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে এখন আর কোনো ভূমিকা নেই নির্বাচিত শেষ মেম্বারের এমন অভিযোগ পাওয়া গেছে আজ করোনার টিকা নিতে আসা জলাবন্ধতার দূর্ভোগে থাকা মানুষের মুখে মুখে৷ জলাবন্ধতার এ দূর্ভোগ থাকার পরেও আগামী কয়েক দিনের মধ্যে ফতুল্লা পাইলট হাই স্কুল ও সেহাচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থীদের এ রাস্তা দিয়ে পানির মধ্যে আসা যাওয়া করতে হবে যা সত্যিই অমানবিক (চলমান)