নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের নারায়নগঞ্জ জেলা কমিটি পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সাথে সাক্ষাৎ করেছে। জেলা কমিটির সভাপতি সাংবাদিক সুলতান মাহমুদের নেতৃত্বে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের নারায়নগঞ্জ জেলা কমিটি ২৭ মার্চ দুপুর ১২.৩০ ঘটিকায় নারায়নগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সাক্ষাৎ করেন।
সভাপতি সাংবাদিক সুলতান মাহমুদের সাথে ছিলেন নারায়ণগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা আক্তার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নুর আলম আকন্দ, সহ-সভাপতি মো: আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক এ কে এম শফিউল আলম, সহ-সাধারণ সম্পাদক মোঃ জি কে রাসেল, সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আসলাম মিয়া, অর্থ সম্পাদক আল মোক্তাদির ভুইয়া তাসিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ কামারুজ্জামান ভুঁইয়া, কার্যকরী সদস্য আনোয়ার প্রধান প্রমুখ।
জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের নারায়নগঞ্জ জেলা কমিটির সাথে সাক্ষাৎ কালে পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পজিটিভ নারায়নগঞ্জ গড়তে সবধরনের সহযোগীতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। তিনি বলেন,“পুলিশের সাথে সাথে নারায়নগঞ্জের জনগণকে জনপ্রতিনিধিদের নিয়ে কাজ করতে হবে। নারায়নগঞ্জের জনগনের তুলনায় পুলিশের সংখ্যা অনেক কম এবং গাড়ীর তুলানায় টাফিকের সংখ্যা অনেক কম। তাই কাজ করতে হিমশিম খেতে হচ্ছে।” তিনি আরো বলেন,“এ দেশের মানুষের আইন মানার প্রবণতা খুবই কম, কেউ আইন মানতে চায় না।কিন্তু অন্য দেশের মানুষ আইনকে শ্রদ্ধা করে এবং মান্য করে কিন্তু আমাদের দেশে তার উলটা। তিনি মনে করেন প্রতিটি মহল্লায় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে কমিটি করে সমস্ত ভেজাল প্রতিরোধ করা সম্ভব।”