খেলাধুলা মানুষের জীবনকে সুন্দর করে-সোহাগ রনি

468

সোনারগাঁও প্রতিনিধি “খেলা ধরো মাদক ছাড়ো,স্বাধীন বাংলা সমাজ করো” এই স্লোগানে নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলায় স্বাধীনতা কাপ ফুল গ্রাউন্ড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(৪ মার্চ) বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাবরকপুর ডায়াবেটিস হাসপাতাল সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি,আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শাহ মোহাম্মদ সোহাগ রনি।এসময় প্রধান অতিথি আলহাজ্ব শাহ মোহাম্মদ সোহাগ রনি তার বক্তব্য বলেন,খেলাধুলার মূল কথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। প্রতিযোগিতামূলক মনোভাব খেলোয়াড়দের মধ্যে তৈরী করে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্ব। খেলাধুলার সঙ্গে স্বাস্থ্য ও মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। সুস্থ দেহ মানেই সুস্থ মন। খেলাধুলা জীবনকে করে সুন্দর, পরিশীলিত। তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরিচিতি ও সম্মান বাড়ানোর ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অতুলনীয়।সজীব এর তত্ত্বাবধানে এসময় উদ্বোধনী টুর্নামেন্টে ভৈরবদী যুব সংঘ বনাম দড়িকান্দী ফাইটার ক্লাব অংশগ্রহণ করে।এসময় ভৈরবদী যুব সংঘ ২৪ রানে জয় লাভ করেন।ম্যানঅফদ্যা ম্যাচ নির্বাচিত হন ভৈরবদী দলের ডিজে টেক্কা আয়নাম তিনি ১৭ রান ও হেট্রিকসহ ৪ উইকেট নেন।