নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ উপজেলার নরসিংহপুর থকেে অপহৃত ভিক্টিম অপহরনরে ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধারসহ ০২ জন মূল অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব-১১। র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া যে কোন চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনের জন্য র্যাব ছায়া তদন্ত করে আসছে।
২। গত ০২ মার্চ ২০২২ তারিখে নারায়ণগঞ্জের ফতুল্লায় দাপাইদ্রাকপুর এলাকায় এক ৮ম শ্রেনীর শিক্ষার্থী অপহরণের ঘটনা ঘটে। ০২ মার্চ ২০২২ তারিখে সকাল ৮:০০ ঘটিকায় ভিকটিম ৮ম শ্রেণীর ছাত্রীকে নিয়ে তার মা স্কুলে রেখে বাসায় চলে আসে। কিন্তু স্কুল ছুটি হওয়ার পরও অন্যান্য দিনের ন্যায় ভিকটিম শিশু ছাত্রী বাসায় না আসলে ভিকটিমের বাবা মা তাদের মেয়েকে স্কুলের আশপাশ সহ সম্ভাব্য সকল জায়গায় খুঁজতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে লোক মারফত তারা জানতে পারে যে, গ্রেফতারকৃত আসামী মোঃ আরিফ শেখ (২৬) এবং ২। রুপালী বেগম @ রুপা আক্তার (২৬) সহ অজ্ঞাতনামা ৫/৬ জন মিলে দুইটি মোটর সাইকেল ও একটি সিএনজি নিয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন ইদ্রাকপুর পিলকুনি চৌরাস্তা মোড় হতে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করে, যার মামলা নং-১৫, তারিখ-০৪/০৩/২০২২ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৭/৩০।
৩। উল্লে¬খিত বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ সহ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারে র্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৬ মার্চ ২০২২ তারিখে র্যাব-১১ এর একটি চৌকষ আভিযানিক দল মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন নরসিংহপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম ৮ম শ্রেণীর শিশু শিক্ষার্থীকে উদ্ধারসহ মামলার দুই আসামী অপহরণকারী ১। মোঃ আরিফ শেখ (২৬), পিতা-আছমত আলী শেখ, মাতা-মৃত সালমা বেগম, সাং-নরসিংপুর মুক্তিযোদ্ধা বাজার রোড, থানা- লৌহজং, জেলা-মুন্সীগঞ্জ এবং ২। রুপালী বেগম @ রুপা আক্তার (২৬), স্বামী-শুভ মিয়া @ আলম, সাং-কাউটাইল প্রাইমারী স্কুলের সাথে, ইউপি-কোন্ডা, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা’দ্বয়কে মামলা হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয় এবং অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য র্যাব-১১ সচেষ্ট রয়েছে।
৪। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।