নারায়ণগন্জ প্রতনিধি: নারায়ণগন্জের ফতুল্লা মডেল থানার অস্ত্র মামলার ওয়ারন্তেভুক্ত পলাতক আসামীর্ র্যাব-১১ হাতে গ্রফেতার।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১২ মার্চ ২০২২ তারিখে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন পুলিশ লাইন এলাকায় অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার অস্ত্র মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ আবু তাহের রিংকু (১৬) বর্তমান বয়স ২৪ বছর, পিতা-মোঃ শহিদুল ইসলাম, মাতা-আমেনা @ রুমা বেগম, সাং-জামতলা ধোপাপট্টি, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করা হয়। বর্ণিত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় ০১টি অস্ত্র মামলা রয়েছে, যার মামলা নং-৭৭(১০)১৪, ধারা-অস্ত্র আইন, ১৮৯৮ এর ১৯ (ঋ), রিসিভ নং-১৪০৭/২১।
গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।