নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার হত্যা মামলার ওয়ারন্টেভুক্ত পলাতক আসামী র্যাব-১১ গ্রেফতার করে।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৩ মার্চ ২০২২ তারিখে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন জামতলা এলাকায় অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মনির হোসেন (৪০), পিতা-মৃত ইউসুফ মিয়া, সাং-পশ্চিম দেওভোগ মাদ্রাসা, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করে। বর্ণিত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় ০১টি হত্যা মামলা রয়েছে, যার মামলা নং-৮০(০৬)২১, ধারা-১৪৩/৩০২/৩৪ পেনাল কোড, জিআর নং-৪২০/২১।
গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।