সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডস্থ এলাকায় অভিযানে ৩০ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ী র্যাব-১১ কর্তৃক গ্রেফতার।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৪ মার্চ ২০২২ তারিখে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক হয়ে একটি ট্রাক যোগে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক দ্রব্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডস্থ এলাকায় চেকপোষ্ট বসিয়ে ০২ জন মাদক ব্যবসায়ী ১। মিজান শেখ (৩৭), পিতা-মৃত কাশেম শেখ, সাং-রাজারচর, চর আড়িয়াল খাঁ, থানা-সদরপুর, জেলা-ফরিদপুর এবং ২। শাহআলম (৩২), পিতা-মৃত মুনতা সিপাই, সাং-রাজারচর, চর আড়িয়াল খাঁ, থানা-সদরপুর, জেলা-ফরিদপুর’দ্বয়কে ৩০ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ৫৪০০/- টাকা, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি ট্রাক উদ্ধার সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।