সোনারগাঁও প্রতিনিধিঃ-শিশু কিশোরদের মানসিক বিকাশের অন্যতম সংগঠন খেলাঘর’র নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা শাখার সাধারণ সভা ও প্রাথমিক শিক্ষকদের সাথে মতবিনিময় করা হয়েছে।
মঙ্গলবার(১৫ মার্চ) সন্ধায় মোগরাপাড়া চৌরাস্তায় স্কাইলার্ক রুফটপ রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
আজকের খেলাঘর,আগামী দিনের বাংলাদেশ প্রতিপাদ্যে উক্ত সভায় সোনারগাঁও উপজেলা খেলাঘর আসরের সভাপতি আজিজুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সংগঠক খশরুল হাসানের সঞ্চালনায় উক্ত সভায় শিশু কিশোরদের মেধাবিকাশে ও সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষে করণীয় সম্পর্কে বিষদ আলোচনা হয় এবং শিক্ষকদেরকে খেলাঘর আসরের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মতিউর রহমান,আনোয়ার হোসেন,ইকবাল হোসেন রতন,সাংবাদিক নুর নবী জনি,সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমন,সোনারগাঁও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, কাজী ফজলুল হক উইমেন্স কলেজ সহকারী অধ্যাপক মনোরঞ্জন দাস।
এসময় উপস্থিত ছিলেন,নারী নেত্রী আলেয়া আক্তার,সুলতানা,শিখা মনি,রোকেয়া,কাজল, মাহবুব,মুকুট,আজীবুর, প্রবাসী সিরাজসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন খেলা ঘর আসরের সদস্যরা।