হামলা মামলা করে সাংবাদিকদের থামিয়ে দেয়া যাবে না

435

নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সবুজ বলেছেন বোমা হামলার ঘটনা ও দৈনিক সময়ের নারায়ণগঞ্জে হামলার ঘটনা নতুন না।গত ১৫ বছরে ২৫ টির মতো প্রায় এরকম ঘটনা ঘটেছে।কিন্তু এ

হামলা করে সাঙ্গাদিকদের দমানো যায়নি।বরং হামলার ঘটনায় সাংবাদিকরা আরও বলিষ্ঠ হয়েছে।আমাদের থামিয়ে দেয়া যাবে না।

রোববার (১৩ মার্চ) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুমের বাড়িতে বোমা হামলার ঘটনায় সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের এই উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।

শরীফ উদ্দিন সবুজ বলেন, সন্ত্রাস ও লুটপাটকারিদের বিরুদ্ধে আমাদের অবস্থান চলমান থাকবে। অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্থস্বর।তার বাড়িতে বোমা হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এই ঘটনার সাথে জরিতদের অবিলম্বে খুজে বের করে গ্রেফতার করার দাবি জানাচ্ছি।