সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শাহ মো. সোহাগ রনির ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৫ মার্চ) উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় সরেজমিনে দেখা যায়, সাবেক সহ-সভাপতি ছাত্রলীগ নেতা সোহাগ রনির মহান স্বাধীনতা দিবসের পোস্টার, ব্যানার ও ফেস্টুন কে বা কারা ছিড়ে ফেলে দিয়েছে।উপজেলা আওয়ামী কৃষকলীগের সাবেক সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হাজী শাহ মো. জামাল তোতার ছেলে সোহাগ রনি জানান, অপরাজনীতি ও ষড়যন্ত্র করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে কোনদিন দমন করা যায়নি এখন ও যাবে না। আমি নারায়ণগঞ্জ জেলার সিংহ পুরুষ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের কর্মী হিসেবে বলব যারা সোনারগাঁয়ে এধরণের প্রতিহিংসার রাজনীতি করে, একই রাজনৈতিক দলের নেতার জনপ্রিয়তায় ক্ষুব্ধ হয়ে ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলে তাদেরকে দেশ ও জাতির শত্রু মনে করি। তারা কখনো কোন রাজনৈতিক দলের হতে পারে না। তারা কাল সাপ।পোস্টার ও ব্যানার ছিড়ে ফেলার ঘটনায় সোনারগাঁও ও আশেপাশের এলাকার জনগণের মধ্যে তীব্র নিন্দা ও ক্ষোভ বিরাজ করছে। রাজনৈতিক অস্থিরতার দোলাচালে কোন পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটাই জনগন চায়।