আনন্দ বাজার হাটের ১ কোটি টাকার খাস জমি দখল

237

সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁ উপজেলা বৈদ্যের বাজার ইউনিয়নের ঐতিহাসিক  আনন্দ বাজার হাটের ১ কোটি টাকার খাস জমি দখল করে  দোকান নির্মান করেছে দখল বাজরা।

তথ্য সুত্রে জানা যায়,সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের আনন্দ বাজারের ১ কোটি টাকার মুল্যের ১৫ শতাংশ খাস জমি সোনারগাঁ  ভুমি অফিসের  কিছু আসাধু কর্মকর্তার যোগ সাজসে  নবী ও আলমগীর মেম্বারের সিন্ডিকেট, বালু ভরাট করে দোকান নির্মান করে।

নবীও আলমগীর মেম্বারের সিন্ডিকেটের মুলহোতা আলমগীর মেম্বার বলেন, “এই জমি আমরা ক্রয় করেছি।”

স্থানীয় জনগণের প্রশ্ন, সরকারী খাস জমি কিভাবে ক্রয় করলেন, অন্যদের জিজ্ঞেস  করলে তারা সঠিক উত্তর দিতে পারেনি।

এইদিকে ভুমি অফিসের সার্ভেয়ারের সাথে  কথা হলে তিনি বলেন, “এই ব্যাপারে  আমাদের অফিসে কেউ কোন অভিযোগ করেনি, যদি কেউ অভিযোগ করে  আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।”

সরজমিনে দেখা যায়, বালু ভরাট করে দোকান নির্মান করে রেখেছে নবী ও আলমগীর সিন্ডিগেট।

আনন্দ বাজারের ব্যবসায়ি শহিদুলাহ বলেন, “জোর যার মুল্লুক তার, সোনারগাঁ  ভুমি অফিসের কিছু আসাধু কর্মকর্তা  তাদের দালাল, তাদের কিছু ঘুষ দিলে তারা চান্দি ভিটির লাইসেন্স দেয়, পরে  তারা এই লাইসেন্সের বলে দোকান নির্মান করে তা বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।”

সরকার যদি পরিকল্পিতভাবে সেমিপাকা দোকান নির্মান করে প্রকৃত ব্যবসায়িদের  চান্দী ভিটি লাইসেন দিত, সরকার পেত অনেক রাজস্ব। প্রকৃত ব্যবসায়িরা  হত উপকৃত।

এ ব্যাপারে সোনারগাঁ এসিল্যান্ডকে কল করলে তিনি কল ধরেননি।