আড়াইহাজারে স্কুল ছাত্রীসহ  ৩ জন আহত

283

আরাইহাজার প্রতিনিধিঃ আড়াইহাজারে প্রতিপক্ষের দুদফা হামলায় স্কুল ছাত্রীসহ অন্তত ৩ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, অলিউল্লাহ (৩০), তার বোন ফাহিমা (১৫) ও তার মা আনোয়ারা বেগম ( ৪০)।

আহত অলিউল্লাহ জানান, গত বৃহস্পতিবার পূর্ব শক্রতার জের ধরে জাঙ্গালিয়া গ্রামের জাহাঙ্গীরসহ তার লোকজন তার বাড়িতে গিয়ে তার মা আনোয়ারা বেগম ও বোন ফাহিমাকে মারধর করেন। এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরে শুক্রবার দুপুরে থানা পুলিশ ঘটনা তদন্ত করতে যায়।

তিনি আরো জানান, ওই দিনই দুপুরে পুলিশ চলে যাওয়ার পর হামলা কারীদের বাড়িতে পুলিশ যাওয়ার কারণে আমি জাঙ্গালিয়া বাজার থেকে নিজ বাড়ি জাঙ্গালিয়ায় যাওয়ার পথে হামলা চালিয়ে আমাকে পিটিয়ে আহত করা হয়। এই ঘটনায় আলী আহাম্মদ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে আজ্ঞাত আরো ২/৩ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

আড়াইহাজার থানার ওসি আনিছুর রহমান মোল্লা জানান, হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।