সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁ উপজেলা বৈদ্যের বাজার ইউনিয়নে আনন্দ বাজারের সরকারী জায়গায় পরিত্যাক্ত বাত রুম ভেংগে সরকারি জায়গায় দোকান তৈরি করছে ডাক্তার ফকরুল মিয়া।
আনন্দ বাজারে জাইকার তত্ত্বাবধানে পয়োনিষ্কাশনের জন্য কতগুলি বাতরুম তৈরী করে স্থানীয় সরকার, একটি বাত রুম পরিত্যাক্ত হলে সেই বাতরুম ভেংগে বিনা অনুমোদনে দোকান তৈরী করে ডাক্তার ফকরুল মিয়া।
ফকরুল মিয়াকে ফোন দিলে তিনি বলেন, এই জায়গা আমার ক্রয় করা। জনসাধারনের প্রশ্ন ক্রয় করা সম্পত্তি হলে সেখানে সরকারী টাকায় বাত রুম হলো কি করে।
জানা যায়, স্হানীয় কয়েকজন আওয়ামী লীগের নেতাকে টাকা দিয়ে ম্যানেজ করেই তিনি এই দোকান তৈরী করছে।
এব্যাপারে ইউপি চেয়ারম্যানকে কল দিয়ে পাওয়া যায়নি।