অপহৃত ভিকটিম অপহরণের উদ্ধারসহ, অপহরণকারী গ্রেফতার

166

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন মুসলিম নগর খেলার মাঠ এলাকা হতে অপহৃত ভিকটিম অপহরণের ২৪ ঘন্টার মধ্যে উদ্ধারসহ ০২ জন মূল অপহরণকারী র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার।

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া যে কোন চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনের জন্য র‌্যাব ছায়া তদন্ত করে আসছে।

২৬/০৩/২০২২ ইং তারিখ সন্ধ্যা সময় ভিকটিম মোঃ সাইফুল ইসলাম (২৮) নারায়ণগঞ্জের গুদারাঘাট থেকে রিক্সা যোগে চাষাড়া আসার পথে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন খাঁনপুরস্থ সুন্দরবন হোটেলের সামনে পৌছালে ২ জন ব্যক্তি মোটর সাইকেলে এসে রিক্সা থামিয়ে জোর পূর্বক ভয়ভীতি দেখিয়ে দ্রুত ভিকটিমকে মোটর সাইকেলে উঠিয়ে অপহরণ করে ফতুল্লা মডেল থানাধীন মুসলিম নগর এলাকায় নিয়ে যায় এবং ভিকটিমের পরিবারকে মুক্তপন জন্য বিভিন্ন হুমকি দিতে থাকে।

উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ সহ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারে র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ২৭ মার্চ ২০২২ ইং তারিখ র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন খাঁনপুরস্থ সুন্দরবন হোটেল এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণের ২৪ ঘন্টার মধ্যেই অপহরণকারী চক্রের মুল হোতা ০২ জন আসামী ১। মোঃ ইয়ামিন ইসলাম (২৬), পিতা-মৃত বশির হোসেন, মাতা-মোছাঃ নাছিমা বেগম, সাং-প্রাদি শিবপুর, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল, এ/পি-বিসিক শাসনগাঁও, আব্দুল খালেকের বাড়ির ভাড়াটিয়া, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ এবং ২। মোঃ সুজন (২৮), পিতা-মৃত রিপন, মাতা-হনুফা বেগম, সাং-মাসদাইর শেরেবাংলা রোড, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ, এ/পি-ভোলাইল রসুনপুর, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জদের ফতুল্লা থানা এলাকা থেকে গ্রেফতার সহ অপহরণকারীদের নিকট হতে অপহৃত ভিকটিম উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।