নিজস্ব প্রতিনিধিঃ নির্বাচন এর আগে অনেক এ অনেক প্রতিশ্রুতি দিয়ে থাকে কিন্তু কাজে কাওকে পাওয়া যায় না,
নির্বাচন এর আগে সকল প্রার্থী এটা করবে ওইটা করবে বলে কিন্তু পরাজিত হওয়ার পর তাদের খবর নাই,
নির্বাচন তো সামান্য একদিন এর আয়োজন, জনগনের সেবা করতে কোনো ক্ষমতা পদ পদবী লাগে না, মানুষের সেবা করা উত্তম কাজ।
আমার দেখা একজন আদর্শ সৎ নিষ্ঠাবান কর্মী ১৫নং ওয়ার্ড এর পরাজিত কাউন্সিল প্রার্থী হোসেন মোহাম্মাদ রাসেল চাচ্চু নির্বাচন এ পরাজিত হয়েও থেমে নেই তার উন্নয়ন মূল্যক কাজ,
তার নিজ সামর্থ্য অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ওয়ার্ড এর জনগনের পাশে দাড়ানোর চেষ্টা করছে।
ধন্যবাদ জানাই তাকে এবং শুভ কামনা রইলো চাচ্চুর জন্য তার এ উন্নয়ন মূল্যক কাজের ধারাবাহিকতা যেনো অব্যাহত থাকে।
তার কাজের ধারা যেনো এভাবেই আরো গতিশীল হয় ওয়ার্ডের মানুষের দুঃখে সুখে কাছে এগিয়ে আসে দোয়া করি।
১৫ নং ওয়ার্ড এর জনগনের বন্ধু । সুত্র ফেসবুক