নিজস্ব প্রতিনিধিঃ নারায়নগঞ্জে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের নারায়নগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ভেজাল ও দুর্নীতি প্রতিরোধে মানব-বন্ধন অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাংবাদিক সুলতান মাহমুদের সভাপতিত্বে ২ রা এপ্রিল সকাল ১১ টায় চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে উক্ত মানব-বন্ধন অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন সাংবাদিক সুলতান মাহমুদ- সভাপতি জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা সম্পাদক ও প্রকাশক সময়েরচিন্তা অনলাইন পত্রিকা ও টিভি, সাংবাদিক আক্তার হোসেন- উপদেষ্ঠা জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা, সাংবাদিক নুর আলম আকন্দ- সিনিয়র সহ-সভাপতি জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা, মোঃ আওলাদ হোসেন- সহ সভাপতি জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা, সাংবাদিক এ কে এম শফিউল আলম সাধারন সম্পাদক জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা, মোঃ ডাঃ কামারুজ্জামান- স্বাস্থ বিষয়ক সম্পাদক জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা, মোঃ আল মুক্তাদির তাসিন- অর্থ সম্পাদক জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা , সাংবাদিক কামাল প্রধান সম্পাদক ও প্রকাশক দৈনিক স্বাধীন বাংলাদেশ ও সবুজ পৃথিবী সহ আরো অনেকে।
মানব-বন্ধনে ভেজাল ও দুর্নীতি প্রতিরোধে বক্তব্য রাখেন সাংবাদিক সুলতান মাহমুদ, সাংবাদিক আক্তার হোসেন, সাংবাদিক নুর আলম আকন্দ,সাংবাদিক জিকে রাসেল, মোঃ ফিরোজ মিয়া
মানব-বন্ধনে বক্তারা ভেজাল ও দুর্নীতি প্রতিরোধে নারায়নগঞ্জবাসীর সহয়তা কামনা করেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রকে কঠোর হস্তে ভেজাল ও দুর্নীতি প্রতিরোধ করার এবং দেশের প্রচলিত আইন প্রয়োগের আহবান জানান সাংবাদিক সুলতান মাহমুদ।