নিজস্ব প্রতিনিধিঃ র্যাব-১১ এর পৃথক অভিযানে সোনারগাঁ হতে ৪৭ কেজি গাঁজা এবং ১৫১ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করে।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত ০৩ এপ্রিল ২০২২ খ্রিষ্টাব্দ গভীর রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানা এলাকায় মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলোঃ ১। মোঃ অপু হোসেন (২৮) এবং ২। মোঃ লিয়াকত আলী @ রেকত (৩০)। উক্ত পৃথক অভিযানে গ্রেফতারকৃত আসামী মোঃ অপু হোসেন এর হেফাজত হতে ৪৭ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার জব্দ করা হয় এবং গ্রেফতারকৃত অপর আসামী মোঃ লিয়াকত আলী @ রেকত এর হেফাজত হতে ১৫১ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ অপু হোসেন গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানাধীন গোবরা এলাকার মোঃ শেখ কেরামত আলীর ছেলে। সে মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকারযোগে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। এছাড়া গ্রেফতারকৃত অপর আসামী মোঃ লিয়াকত আলী @ রেকত নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার আইয়াব এলাকার মৃত রমজান আলীর ছেলে। সে দীর্ঘদিন যাবৎ তার ব্যবহৃত মোটরসাইকেলযোগে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব -১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।