নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন পূর্ব ইসদাইর এলাকায় অভিযানে ০১ জন হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী র্যাব-১১ কর্তৃক গ্রেফতার করে।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৪ এপ্রিল ২০২২ তারিখে র্যাব -১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন পূর্ব ইসদাইর এলাকায় ০১ জন হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী অপু (৩২), পিতা-হোসেন, সাং-পূর্ব ইসদাইর, সুগন্ধা আ/এ, থানা-ফতুল্লা মডেল, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।