নিজস্ব প্রতিনিধিঃ নিজেকে কষ্ট দিয়ে কখনো অন্যকে ভালোবাসতে যাবেননা বলেন এড জুই। ভালো ও সুখে থাকুন, প্রাপ্তির আনন্দে ভরপুর থাকুন অনেকেই চাইবে না। তার ফেসবুক স্টাটাস নীচে তুলে ধরা হলঃ-
নিজেকে কষ্ট দিয়ে কখনো অন্যকে ভালোবাসতে যাবেননা। কেননা আপনি ভালো থাকুন, সুখে থাকুন, প্রাপ্তির আনন্দের ভরপুর থাকুন এটা অনেকেই চাইবেনা। খুব পরিচিত আর কাছের মানুষগুলোর মধ্যে একটা টানাপোড়েন চলবে আপনাকে নিয়ে।
হতে পারে তা ঈর্ষার, হতে পারে তা দাম্ভিকতার, হতে পারে তা প্রতিদ্বন্দ্বিতার।
নিজেকে সেই মানুষগুলোর সাথে কখনো তুলনা করবেননা। তাদের কর্মকান্ডে ব্যথিত হবেননা। কষ্টের পিড়াপিড়িতে হতাশ হবেননা। পথচলায় থেমে যাবেননা।
#আপনার_একান্ত_পৃথিবীতে_নিজেকে_সুখি_রাখার_চেষ্টা_করুন।#নিজেকে_প্রচন্ড_রকমের_অনুভূতি_দিয়ে_ভালোবাসুন
কেননা স্বার্থের পৃথিবীতে রক্তের সম্পর্কগুলোও একসময় বেঈমানী করে। সামাজিক বন্ধনের মধুর সম্পর্কগুলোও একসময় দেনা পাওনার পাল্লায় ভর করে। আস্থা আর ভরসায় গড়া সম্পর্কটাও একসময় পর হয়ে যায় কোন না কোন অজুহাতে।
দিন শেষে একাকিত্বের পৃথিবীতেই বেঁচে থাকতে হয় শূণ্যতার দর কষাকষিতে।
তাই নিজেকে উজাড় করে কখনো বিলিয়ে দিবেননা হাতেম তাই এর দরবারের বাসিন্দা হয়ে।
কেননা চরম সত্য প্রবাদটা আজ ঘরে ঘরে – “এই পৃথিবীতে কেউ কারো নয়।”
উপলব্ধিতে বুঝেছি ” সময়ের প্রয়োজনেই প্রিয়জন রয়।”
বিঃদ্রঃ- ত্যাগের রাজ্যে আত্মতৃপ্তি থাকলেও, প্রশান্তির অভাব থাকে চরম মাত্রায়। মনে হয় পৃথিবীতে প্রশান্তি নিয়ে বেঁচে থাকা মানুষগুলোই যেন পরম সুখি ।