ভূমিহীন ও গৃহহীন ৩৫টি পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর

343

সোনারগাঁ প্রতিনিধিঃআশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন ৩২ হাজার ৯০৪টি পরিবারকে ঘর হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৬ এপ্রিল মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জমির দলিলসহ ঘরের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন তিনি। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ভূমিহীন ও গৃহহীন ৩৫টি পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে আধাপাকা ঘর পেয়ে তাদের স্বপ্ন পূরণ হয়েছে।

বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ভূমিহীনদের ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধনের পর উপজেলা অডিটোরিয়াম হলরুমে ইউএনও তৌহিদ এলাহির সভাপতিত্বে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দলিল ও ঘরের চাবি তুলে দেন গৃহহীনদের হাতে।

এসময় প্রধান অতিথি এমপি খোকা বলেন, মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের কোনো মানুষ যেন ভূমিহীন-গৃহহীন না থাকে সে ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই প্রতিটি ভূমিহীন-গৃহহীন পরিবারকে দুই শতক জমির ওপর নিজের ডিজাইন করা দুই রুমবিশিষ্ট একটি করে ঘর উপহার দিচ্ছেন তিনি।

সভায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার(ভুমি)গোলাম মুস্তাফা মুন্না।

এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি,উপজেলা আঃলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জামপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভুইয়া,বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল,সনমান্দী ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান সামসুল আলম সামসু,বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান আলামিন সরকার,সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল।

এছারাও আরও উপস্থিতি ছিলেন,উপজেলা প্রকৌশলী আরজুরুল হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার,যুব উন্নয়ন কর্মকর্তা এন এল ইয়াসুনুল হাবীব,মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার,সমাজ সেবা কর্মকর্তা সাকিবা সুলতানা,ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল,এসিসেন্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরা, আওয়ামীলীগ যুবলীগ ও জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসহ সকল দপ্তরের কর্মকর্তারা।।