জান্নাতুল নাঈম সুরাইয়াঃ র্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জের ভুলতা বাজার এলাকায় ফুটপাতের অস্থায়ী দোকানসমূহে অবৈধভাবে চাঁদাবাজিকালে ৩ জন গ্রেফতার করে।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। র্যাব -১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় চাঁদাবাজি সংক্রান্ত অপরাধ দমনের লক্ষ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গত ২৬ এপ্রিল ২০২২ খ্রিষ্টাব্দ বিকালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ভুলতা বাজার এলাকায় অবৈধ চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফুটপাতের অস্থায়ী দোকান মালিকদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি প্রদর্শণ করে চাঁদাবাজি করার অপরাধে ১। মোঃ দেলোয়ার হোসেন (৪২), পিতা- মোঃ আব্দুল মালেক, সাং- চাকদো, থানা- নড়িয়া, জেলা- শরিয়তপুর, ২। মোঃ হৃদয় হোসেন (২৪), পিতা- মোঃ আমির হোসেন, সাং- উদনপাড়া, থানাঃ রামগঞ্জ, জেলাঃ লক্ষীপুর, এ/পি, সাং- আমলাবো, থানাঃ রূপগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ, ৩। মোঃ জহিরুল ইসলাম (২২), পিতা- মৃত আলী আহম্মদ, সাং-পুলাইট, থানাঃ মাধবদী, জেলাঃ নরসিংদী নামক ০৩ জন পেশাদার চাঁদাবাজদেরকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চাঁদাবাজির নগদ ১০,৫৫০/- টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ভুলতা বাজার এলাকায় ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান মালিকদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকান প্রতি ২০০/- থেকে ৩০০/- টাকা হারে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজি বন্ধে র্যাব -১১ এর অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।