স্টাফ রিপোর্টার: জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ প্রয়াত নাসিম ওসমানের সহধর্মিনী পারভীন ওসমান বলেছেন, ঈদ সবার জন্য খুশি বয়ে আনুক। শুধু আমরা আনন্দ করব, ভালো খাব, এটা আমরাও মানতে পারি না। তারাও তো মানুষ। আমার স্বামী সবসময়ই মানুষের পাশে ছিল। সেই ধারাবাহিকতায় আমিও ছেলে আজমেরীকে নিয়ে মানুষের জন্য কাজ করছি।
২৭ এপ্রিল বুধবার বিকালে আল্লামা ইকবাল রোডের বাসভবনে দু:স্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেছেন। এসময় হাজারো দু:স্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। যার প্রতি প্যাকেটে ছিল, সেমাই, চিনি, তেল, দুধ, পোলাও চাউল।
তিনি আরও বলেন, বিত্তবান যারা আছে তাদের কাছেও আমার আহবান থাকবে তারাও যেন সহযোগীতায় এগিয়ে আসে। আমাদের যথাসাধ্য চেষ্টা থাকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর। কারণ এটা এমন একটা দিন যেদিন প্রতিটি বাবা মা চায় তার সন্তানকে সাথে নিয়ে খুব ভালোভাবে কাটাতে। অসহায় মানুষদের মুখে একটু হাসি ফোটানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা। তাই প্রতিবারের ন্যায় এবারও আমরা এ ব্যবস্থা গ্রহণ করেছি।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় যুব সংহতি নারায়ণগঞ্জ জেলার আহবায়ক রিপন ভাওয়াল, মহিলা পার্টি নেত্রী শারমীন ইসলাম, জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলা সভাপতি শাহাদাত হোসেন রুপু, জাতীয় ছাত্র সমাজ মহানগর সভাপতি শাহ আলম সবুজ, নাসির, সুমন, মিঠু, শাওনসহ আরও অনেকেই।