সোহাগ রনির উদ্যোগে সোনারগাঁয়ে পথচারীদের ইফতার বিতরণ 

264

সোনারগাঁ প্রতিনিধিঃ- পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শাহ মোহাম্মদ সোহাগ রনি গরীব, অসহায়, দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছেন।

২৮ এপ্রিল বিকেলে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা আওয়ামীলীগ পার্টি অফিসের সামনে এ ইফতার সামগ্রী বিতরন করেন।

ইফতার বিতরন কালে শাহ মো. সোহাগ রনি বলেন, আমাদের দেশে অনেক অসহায় মানুষ আছে যারা সারাদিন রোজা রেখে ইফতার করতে পারেন না অর্থের অভাবে,তারা সারাদিন ভিক্ষা করে বেড়ান। সেই সব মানুষের কথা চিন্তা করে আমি ইফতার সামগ্রী এনে তাদের মাঝে বিতরন করার চেষ্টা করি। আমি আল্লাহকে রাজি খুঁশি করার জন্য কাজটি করে থাকি। কাউকে দেখানো জন্য নয়। অনাহারী মানুষ যদি পেট ভরে ইফতার খেতে পারে এতেই আমার সুখ। তিনি জানান, আমি সর্ব সময়ই চেষ্টা করি অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করতে। মানব কল্যানে আমার এ কাজটি চলমান থাকবে।

 

এসময় তার সাথে ছাত্রলীগ, যুবলীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।