মাদার তেঁরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেল  সফিকুল ইসলাম 

373

সোনারগাঁ প্রতিনিধিঃ শিক্ষা বিস্তার ও মানব কল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সফিকুল ইসলাম মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২২-এ ভূষিত হয়েছে।

২৫ মে বুধবার বিকেলে প্রবাল টাওয়ার এলিফ্যান্ট রোড,কাটাবন এলাকায় আমাদের প্রাত্যাহিক জীবনে রবীন্দ্র-নজরুল শীর্ষক আলোচনা সভায় তাকে এই সম্মাননায় ভূষিত করেন।

এ উপলক্ষে ঢাকার কাটাবন এলাকার চিংড়ি চাইনিজ রেস্টুরেন্টে আমাদের প্রাত্যাহিক জীবনে রবীন্দ্র-নজরুল শীর্ষক আলোচনা সভায়, গুণীজন সম্মাননা ও নৈশভোজের এক অনুষ্ঠানে প্রধান অতিথি শেরেবাংলা কৃষি বিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা.মোঃ কামাল উদ্দিন আহমেদ তাকে সম্মাননা তুলে দেন। সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযুদ্ধা খন্দকার হাসিবুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নাদিরা ইয়াসমিন জুলি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ-দ্বীন মহিলা মেডিকেল কলেজের অধ্যাপক ড. শামসুন্নাহার বিশিষ্ট কবি ও সাহিত্যিক হাজী এম এ মান্নান মিয়া, নারায়নগঞ্জ সদর সৌরভ ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক আসকারি এম বাবু, নরসিংদীর রায়পুরা রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম তপন,

এছাড়াও আরোও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক, শিক্ষানুরাগী,শিক্ষক সহ সকল পেশাজীবী লোকজন।