জান্নাতুল নাঈম সুরাইয়াঃ র্যাব-১১ এর অভিযানে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় ফুটপাতে অবৈধভাবে চাঁদাবাজিকালে ০২ চাঁদাবাজ গ্রেফতার হয়েছে।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। র্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় চাঁদাবাজি সংক্রান্ত অপরাধ দমনের লক্ষ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গত ২৫ মে ২০২২ খ্রিষ্টাব্দ রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর কাঁচাবাজার সংলগ্ন হকার্স মার্কেট এলাকায় অবৈধ চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে হকার্স মার্কেট এলাকায় ফুটপাতের অস্থায়ী দোকান মালিকদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি প্রদর্শণ করে চাঁদাবাজি করার অপরাধে ১। মোঃ নজরুল ইসলাম (৩৮), পিতা- মৃত হাজী পিয়ার আলী, সাং- সোনাপুর মান্নান মেম্বারের বাড়ী, থানা-সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ এবং ২। মোঃ লাবলু ভূঁইয়া (৪৯), পিতা- মৃত তোতা মিয়া ভূঁইয়া, সাং- চতুয়া শরীফ মধ্যপাড়া, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, এ/পি সাং- সোনাপুর মান্নান মেম্বারের বাড়ী, থানা-সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ নামক ০২ জন পেশাদার চাঁদাবাজ’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চাঁদাবাজির নগদ ১৪,৭০৫/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর কাঁচাবাজার সংলগ্ন হকার্স মার্কেট এলাকায় ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান মালিকদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকানপ্রতি ১০০/- থেকে ২০০/- টাকা হারে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজি বন্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।