নিজস্ব প্রতিনিধিঃ মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর থানাধীন পঞ্চসার এলাকায় অভিযান পরিচালনা করে চাঁদাবাজ চক্রের ০৬ জন সদস্য র্যাব-১১, সিপিসি-১ কর্তৃক গ্রেফতার হয়েছে।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ০৬ জুন ২০২২ তারিখে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে চাঁদাবাজ চক্রের ০৬ জন সদস্য ১। আঃ মালেক (৫২), পিতা-মৃত আতাউল্লাহ হাজী, মাতা-মাকসুদা বেগম, গ্রাম-মুক্তারপুর, বাগবাড়ি (৭নং ওয়ার্ড), ২। মোঃ সেলিম (৩৫), পিতা-মোঃ সিদ্দিক মোল্লা, মাতা-জোসনা বেগম, গ্রাম-মালিপাথর (৯নং ওয়ার্ড), ৩। মোঃ আলমগীর (৫৫), পিতা-মৃত গিয়াস উদ্দীন, মাতা-শিউলি বেগম, গ্রাম-গুসাইবাগ, (৭নং ওয়ার্ড), ৪। সাইফুল ইসলাম বাবু (৩৫), পিতা-মৃত আলী হোসেন, মাতা-মমতাজ বেগম, গ্রাম-উত্তর মহাখালী (৪নং ওয়ার্ড), ৫। মোঃ সানাউল (৩৫), পিতা-মৃত মিয়া চান, মাতা-সখিনা বেগম, গ্রাম-মুক্তারপুর, (৭নং ওয়ার্ড), সর্ব থানা-মুন্সিগঞ্জ সদর, সর্ব জেলা-মুন্সিগঞ্জ এবং ৬। মোঃ জামাল বেপারী (৪০), পিতা-মৃত হোসেন বেপারী, মাতা-শামসু বেগম, গ্রাম-বাউশিয়া, থানা-হিজলা, জেলা-বরিশাল, এ/পি-মুক্তারপুর, আজগর আলীর বাড়ীর ভাড়াটিয়া, থানা-মুন্সিগঞ্জ সদর, জেলা-মুন্সিগঞ্জ’দেরকে মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর থানাধীন পঞ্চসার এলাকার বিভিন্ন ধরনের গাড়ী চালকদের কাছ থেকে চাঁদাবাজির সময় চাঁদাবাজির টাকা সহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।