নিজস্ব প্রতিনিধি ঃ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে
মোস্তাক নাইতো? মন্তব্য করে ফেসবুকে স্টাটাস দিয়েছে সফিকুল ইসলাম ইমাম। সদ্য ইউপি নির্বাচনে কি খেলা হচ্ছে এবং নৌকার জয় কিভেবে হবে? তার ফেসবুকের স্টাটাস হুবহুব তোলে ধরা হলঃ
স্থানীয় নির্বাচনে মনোনয়ন বোর্ড
মোগরাপাড়া ইউনিয়ন
সোনারগাঁ আহবায়ক কমিটি ও
জেলা কমিটি
আওয়ামী লীগ।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে
মোস্তাক নাইতো,?
যে মোস্তাক বঙ্গবন্ধু কে হত্যার সাথে জড়িত ছিল
মনোনয়ন বোর্ডের কারা সদস্য? তাদের কাছে সোনারগাঁ উপজেলা তৃনমুলের দাবি কিসের উপর ভিক্তি করে আপনারা স্বানীয় সরকার নির্বাচনে মনোনয়ন দিয়েছিলেন নৌকার?
আপনারা কি প্রকাশ করবেন,?
লোক মুখে শুনা যায় প্রধান মন্ত্রীর কিছু বিশ্বস্ত ভ্যানগার্ড আছে তারা কি ম্যাসেজ দিচ্ছে।? গ্রাম্য পলিটিক্স সয়তান কে হার মানায়, এই কথাটা সবার জানা।
তার মাঝে অন্যতম
মোগরাপাড়া ইউনিয়ন।
এক মোশারফ ভাই মারা যাওয়ায় কত নেতার জন্ম হয়েছে কথায় আছে, কত পাতি নেতার তেলবাজির চরন ভুমি তৈরী হয়েছে? তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, যে মোগরাপাড়া ইউনিয়নে সোনারগাঁ আওয়ামী লীগের আতুর ঘর
সেই পরিবারে নৌকার মাঝি বঞ্চিত হয়
এই আওয়ামী লীগ কোন আওয়ামী লীগ?
নেতা আসবে নেতা যাবে অযোগ্যরা বিতারিত হবে যোগ্যরা থেকে যাবে।
মোগরাপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের নেতার ছড়াছড়ি, আহবায়ক কমিটির সদস্য ৭জন,, এই ইউনিয়নে তিনজন সাবেক সাংসদ একই পরিবারের, উপজেলা চেয়ারম্যান একজন দুইবার নির্বাচিত
বর্তমান ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান
আরিফ মাসুদ বাবু,
আছে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক।
ছাত্রলীগের সভাপতি, যুবলীগের সভাপতি, বঙ্গবন্ধু সংস্কৃতি জোটের সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের তৃনমল কর্মীরা
তাদের প্রত্যেকের মত ও সমর্থন ছিল
আরিফ মাসুদ বাবু প্রতি।
তাইলে কোন মোস্তাকের কারিশমায় আওয়ামী লীগের প্রার্থী পরিবরতন হলো?
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ আহবায়ক কমিটি। সকলেই ক্ষমার চোখে দেখিবেন,
কথায় আছে, উচিৎ কথা কইতে মানা,
না কইয়া ও পারি না, তাদের ক্ষমতা
কি? সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি নাকি, আহম্মক নাম্বার তিন,
তারা নিজের নাক কাইটা পরের যাত্রা করে, হাসিয়া হাসিয়া,
আরে ভাইয়ে পরের চামচামি না করে নিজেরা নারায়নগন্জকে নেতৃত্ব দেন।
তা যদি না পারেন নিজের উপজেলার নিজেরা নেতৃত্ব দেন। ভারাটিয়া দিয়ে নৌকা জিতাইতে পারবেন না।
যে আশায় বসিয়া বসিয়া স্বপ্ন দেখিতেছ হাসিয়া হাসিয়া, রাজনীতির দাবা চাল ঘুরিতে
লাগেনে এক সেকেন্ড সময় নেতাজিরা।
মীরজাফর, ঘসেটি বেগম, মোস্তাক ও খুনি জিয়াদের কারো পরিনতি কিন্তু সুখের নয়।
ইতিহাস তা সাক্ষী দেয়। ক্ষমতার লোভে
যারা স্বপ্ন দেখেন তাদের পরিনতি ভালো নয় কোন কালেই। সময়ের ব্যপার মাত্র।প্রশ্ন হলো আহবায়ক কমিটির কাছ
দুই টাকার জন্য আপনি / আপনারা অতিযোগ্যতা সম্পন্ন প্রার্থী কে রেখে অলিখিত নোটের বিনিময়ে মনোনয়ন বোর্ডের মোস্তাক কে দিয়ে নৌকা আনলেন
মোগরাপাড়া ইউনিয়নে
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
নৌকা কি বাচাতে পারবেন আহবায়ক কমিটির সদস্যবৃন্দ? তৃনমুলের কাছে পরিচিত আহম্মক কমিটি। নিজের নাক কাইটা পরের যাত্রা করে যে কমিটি
(অবশ্য দুই চারজন ব্যতিত)।
রাজনীতির খেলা বুঝা বড় দায়,সোনারগাঁ তৃনমুলের বুকে রক্ত খরন হয়ে যায়,।
আহবায়ক কমিটির এক সদস্য এ এস এম সোলায়মান রাজাকারে সহযোগীর পোলা অট্টহাসি হেসে যায়, দাদায় খুশিতে লোকনাথ মন্দিরে মজমা বসায়, বড় ভাই পয়সার জন্য ডুগডুগিবাজায়, বড় ভাই আর কতো চাই?
গত নির্বাচনে ভাবিরে নিয়া এরশাদ চাচা বাসায় মহিলা এমপির জন্য কম দৌড়ান নাই সব ছাইড়া নিজের দল থাইকা ভাবির জন্য দৌড়ান, লটারী লাইগা যাইতে পারে ভাই, নইলে আম ছালা দুই যাইতে পারে ভাই। হেই তো পরের কাহিনী ভাই। শেষ বয়সে সোনারগাঁ আওয়ামী লীগকে মেরুদন্ড সোজা করতে শেখান, যদিও এক তরুন নেতা শিখাচ্ছে আপনাদের অনেক কিছু।
একটা ডায়লক মনে পড়ে গেলো ৫০১ বলেছিল,
“তুমি আবার অন্য কিছু মনে কইরো না ”
নারায়নগঞ্জের জেলা আওয়ামী লীগ
পীরের বাহিরে যায় না কোনদিন? আর কতকাল চলবে? এইদিন দিন না আরো দিন আছে।
সেই পলাশির যোদ্ধের কথা মনে পড়ে গেলো,
ব্রিটিশরা ব্যবসা ও ক্ষমতার লোভে, ঘসেটি বেগম ও মীরজাফর ও মোস্তাকের সমন্বয়ে গড়া পলাশির মঞ্চ তৈরীর যে নীল নকশা তৈরী করেছেন
আরিফ মাসুদ বাবু vs সোহাগ রনি পলাশির মঞ্চ।
তার পরিনাম সুখকর নয়।
স্থানীয় নির্বাচনে মনোনয়ন বোর্ড।
মোগরাপাড়া ইউনিয়ন।
সোনারগাঁ আহবায়ক কমিটি ও
জেলা কমিটি। আওয়ামী লীগ।
জয় বাংলা
বিদ্র ঃ মনে প্রশ্ন জাগে সারা বাংলায় কি এই চিত্র?
আমার লিখায় কারো মন ব্যথিত হলে ক্ষমা বিনয়ের চোখে দেখবেন।
ইমাম
তৃ ন মু ল আওয়ামী লীগ।
আনন্দ বাজার। সোনারগাঁ।
নারায়নগন্জ।
১৪/০৬/২০২২
রোজ ঃ মঙ্গলবার।