আরিফ মাসুদ আনারস মার্কায় ১১৩২ ভোট পেয়ে জয়ী

215

নিজস্ব প্রতিনিধিঃ মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আরিফ মাসুদ বাবু আনারস মার্কায় ১১৩২ ভোট পেয়ে বে-সরকারী ভাবে জয়ী হয়েছে। আনারস প্রতিক পেয়েছে ৮ হাজার ৩শত ৯৯ ভোট। তার প্রতিদ্বন্দি প্রার্থী নৌকা প্রতিক পেয়েছে ৭ হাজার ২শত ৬৭ ভোট।

প্রাপ্ত কেন্দ্রের ফলাফলঃ

মোগরাপাড়া আনারস ১১১১ নৌকা ১১৭৩

বাড়ি মজলিম মাদ্রাসা আনারস পুরুষ ৬১১ নৌকা ৫৩৩ মহিলা কেন্দ্রে ৫৩৫ আনারস নৌকা ৫৩৫ নৌকা ৫৩৫

বাড়ি মজলিশ স্কুলে আনারস ৫৮০ নৌকা ৬২৮

কাবিরগঞ্জ আনারস ৯৬৫ নৌকা ৭৬৯

সোনাখালী কেন্দ্র আনারস ১১১৬ নৌকা ৫২৮

পাঁচপীর মহিলা পুরুষ কেন্দ্র আনারস ৬৫৪ নৌকা ৫৩৫

সাচিলাপুর কেন্দ্রে আনারস ৭২০ নৌকা ৫১৬

কাইকারটেক কেন্দ্রে আনারস ৯৪০ নৌকা ৬৭৭

নৌকা- ৭২৬৭ = ৪৭% ভোট

আনারস- ৮৩৯৯ = ৫৩% ভোট

বিজয়ী প্রার্থীর জন্য অভিবাদন জানিয়েছে মোগড়া পাড়ার জনগন।

জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে আরিফ মাসুদ বাবুকে অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক সুলতান মাহমুদ।