সোনারগাঁ থানায় থামছে না ডাকাতি

200

নিজস্ব প্রতিনিধিঃ সোনারগাঁ থানায় থামছে না ডাকাতি বলে জানায় ভোক্তভোগিরা। অহরহ ঘটনা ঘটে যাচ্ছে সোনারগাঁ থানা এলাকায় বলে জানা যায়।

প্রবাসী কামাল মালশিয়া বিদেশগামী, ছুটিতে আসা এক প্রবাসীর ভাড়া করা একটি প্রাইভেটকার গাড়ি এয়ারপোর্টের রেন্টেকার থেকে ভাড়া নেওয়া গাড়িটি কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে রনওয়া হয়, গাড়িটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন বস্তল এলাকায় শিরাবো ব্রিজের উপর চলাকালীন গতিরোধ করে একটি সি এন জিতে থাকা ডাকাত দল, সেখানে সি এন জি থেকে কিছু লোক বেড়িয়ে এসে দরজা খুলে এলোপাতাড়ি কোপ শুরুকরে। ডাকাত সদস্য বলে একদম চুপ যানে মেরে ফেলব। পরে সঙ্গে থাকা লাকেছ, ব্যাগ ও স্বর্ণ, নগদ টাকা সহ সব কিছু ছিনিয়ে নিয়ে যায়। আহত প্রবাসী কামাল (৩৮) পিতা আনু মিয়া সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করে। ঘটনাটি ১১ / ৬ / ২০২২ ইং তারিখ আনুমানিক রাত ৪ ঘটিকায় ঘটনাটি ঘটে। এ ব্যপারে এখনো কোন আসামিকে গ্রেফতার করা হয়নি। ঘটনাস্থন পরিদর্শন ও এলাকা থেকে জানা যায়, এমন কিছুদিন পর পর রাতে এ এলাকায় ডাকাতি হচ্ছে।আহত কামাল সাংবাদিকদের জানাইয়, এ বিষয়ে তারা এয়ারপোর্ট রেন্টকার কোম্পানি কেও সন্দেহের তালিকায় রেখেছে সুষ্ঠ তদন্তের মাধ্যমে আসামিদের সনাক্ত করে বিচারের দাবি জানাইয় ভোক্তভোগি কামালের পরিবার ও স্বজনরা।

এ ব্যপারে সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমানকে কল করলে তিনি কল ধরেন নি।