মোক্তার হোসেনঃ নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে তালিকাভুক্ত একাধিক মাদক মামলার আসামী ঢাকা চট্টগ্রাম হাইওয়ে মহাসড়কে ডাকাতির মুল হোতা পায়েলের ভয়ে আতংকিত এলাকাবাসী।
পায়েল (৩০) পিতা,হরমুজ মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদীপুর গ্রামে মধ্যে তার নিজস্ব সন্ত্রাসী বলয় তৈরী করে রাত দিন এলাকায় মাদক বিক্রির সিন্ডিকেটসহ ডাকাতির নেতৃত্ব দিয়ে চলেছে বলে অভিযোগ করে একাধিক এলাকাবাসী। তার আপন ছোট ভাইকে বাহিনীর সেকেন্ড ইন কমান্ডের দায়িত্ব দিয়ে মাদক বিক্রি নিয়ন্ত্রণ করছে।ঢাকা চট্টগ্রাম হাইওয়ে মহাসড়কে ডাকাতির নেতৃত্ব ও দিচ্ছে এই পায়েল।
ঘনিষ্ঠ সুএ মতে আরো জানা যায়, নতুন বাড়ি নির্মান করতেও তাদের বাহিনীকে দিতে হয় মোটা অংকের চাদা, কেউ চাদা দিতে অসীকৃতি জানালে পায়েল বাহিনীর অত্যাচার নেমে আসে ঐ সব বাড়ি ওয়ালাদের উপর। পায়েল একাধিকবার ডাকাতি কালে পুলিশের হাতে ধরা পড়লেও জামিনে বেড়িয়ে এসে পুনরায় এলাকায় এ্যাসের রাজত্ব কায়েম করছে। তাদের কারনে এলাকার যুবসমাজসহ সকলেই তাদের কাছে জিম্মি দশায় রয়েছে বলে জানা যায়।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসীর দাবি করে প্রসাশনের উচ্চ মহল হস্তক্ষেপ কামনা ও সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।