মোক্তার হোসেনঃ শাহ সিমেন্টের ট্রাক চাপায় মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের অনার্স তৃতীয় বর্ষের (প্রাণি বিজ্ঞান) ছাত্র আসিফ নিহত হয়েছে। এসময় তার সঙ্গে থাকা একজন আহত হয়েছে।
১ লা জুলাই শুক্রবার দুপুর দেড়টায় নারায়ণগঞ্জ ফতুল্লার উত্তর কাশিপুর এলাকায় মুসকান মটরসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় পুলিশ ট্রাকসহ চালক আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছেন। নিহত আসিফ ইকবাল হৃদয় মুন্সিগঞ্জ সদরের কাটাখালি এলাকার মৃত তোফাজ্জল হোসেন পিন্টুর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল যোগে ছাত্র আসিফ তার বন্ধু ঢাকার দিক থেকে মুন্সিগঞ্জে যাচ্ছিল। এসময় ফতুল্লার উত্তর কাশিপুর এলাকায় অবস্থিত মুসকান মটরর্সের দখল করা সড়কের ফুটপাতের জায়গায় নির্মাণ করা দেয়ালের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে সড়কে ছিটকে পড়ে আসিফ ও তার বন্ধু ফুটপাতে পড়ে যায়। তখন পিছন থেকে আসা শাহ সিমেন্টের ট্রাক (ঢাকা মেট্রো-ড ১১-২৪৫৭) আসিফকে চাপা দিলে আসিফ ঘটনাস্থলেই মারা যায়। এসময় স্থানীয় লোকজন ট্রাকটিকে চালকসহ আটক করে পুলিশে দেয়।
ফতুল্লা মডেল থানার এসআই সোহাগ চৌধুরী জানান, এঘটনায় পুলিশ ট্রাকসহ চালককে গ্রেপ্তার করেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।