সফিকুল ইসলাম ইমামঃ ঈদ মানে, পূন্য তিথী,,, ঈদ মানে, আনন্দ আশা,,, ঈদ মানে, ভালোবাসা,,, ঈদ মানে, মিষ্টি মুখ,,, ঈদ মানে,,,, চাঁদ পানে চেয়ে দেখার সুখ। সবাইকে ঈদ মোবারক।
সোনারগাঁ বাসীকে ঈদুল আযহা শুভেচ্ছা জানান সোনারগাঁ থানা আওয়ামীলিগের যুগ্ন-আহবায়ক ও পিরোজপুর ইউপির চেয়ারম্যান ইঞ্জি মাসুদুর রহমান মাসুম।
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভুলিয়া দিতে সকল বিভেদ-দ্বন্দ, ঈদ মানে ভুলে যাওয়া যত দুঃখ-ভয়, ঈদের মতোই তোমার জীবনটা হোক দিপ্তময়।
শুভেচ্ছা বার্তায় চেয়ারম্যান ইঞ্জি মাসুদুর রহমান মাসুম জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সোনারগাঁ সহ সারা দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। ঈদুল আযহা আমাদের ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসার দীক্ষা দেয়। মহান আল্লাহ্ যেন আমাদের পৃথিবীকে প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্টি দূর্যোগ থেকে রক্ষা করেন। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ঈদ মোবারক।