সফিকুল ইসলাম ইমামঃ অপহরন হওয়ার ৬ দিন পর সোনারগাঁ থানা পুলিশ ও চেয়ারম্যানের সহয়তায় অলিমাকে উদ্ধার করা হয়েছে।
গত ১৮/৭/২০২২ ইং তারিখে রোজ সোমবার বিকাল ৪ ঘটিকার সময় কিশোর গ্যাং সাব্বির তার দল বল নিয়ে তারই সহপাটি অলিমাকে জোর পুর্বক অপহরন করে নিয়ে যায় বলে জানা যায়।বৈদ্যের বাজার ইউনিয়নের ছন পাড়া নিবাসী প্রবাসি হযরত আলীর ছোট মেয়ে অলিমা হাজী মতিউর রহমান উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থী বলে জানা যায়। অলিমা আকতার স্কুলে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে অপহরন হয়।
২৪ জুলাই রবিবার সকালে শনির আকড়া রায়ের বাগ থেকে সোনারগাঁ থানা পুলিশ ও বৈদ্যের বাজার ইউনিয়ন চেয়ারম্যান ও সাবেক মেম্বার মোহাম্মাদ আলী সহায়তায় অলিমাকে উদ্ধার করেছে। এই ব্যাপারে সোনারগাঁ থানায় অপহরনের মামলা করা হয়েছে।
অপহরন কারীর বাবা বলে, আমার ছেলে অলিমাকে অপহরন করেনি, আমার ছেলের সাথে প্রেম ছিল, প্রেমের টানে মেয়ে আমার নাবালক ছেলেকে নিয়ে পালিয়ে গিয়ে এবং বিয়ে করেছে।
মেয়ের বাবা প্রবাসী হযরত আলী বলে, আমার মেয়েকে প্রাইভেট পড়তে গেলে তাকে প্রতিনিয়ত বিরক্ত করত। কিশোর গ্যাং লিডার তার দল বল নিয়ে আমার মেয়েকে অপহরন করেছে। আমি এর সুবিচার চাই।
ওসি হাফিজুর রহমান বলেন, অপহরনের মামলা হয়েছে, অলিমাকে উদ্ধার করা হয়েছে ,অপহরন কারী এখনো ধরা পড়েনি।