সফিকুল ইসলাম ইমামঃ নারায়নগঞ্জের সোনারগাঁয়ে অনুমোদনহীন অবৈধ কারখানায় ভেজালযুক্ত ও মানহীন খাদ্যদ্রব্য তৈরী করে বাজারজাত করছে অসাধু ব্যবসায়ী বিকাশ চন্দ্র দাস ও তপন সাহা।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের নগর জোয়ারপুর গ্রামের বিকাশ চন্দ্র দাস ও তপন সাহার বসতবাড়িতে গড়ে তুলেছে অনুমোদনহীন ভেজালযুক্ত খাদ্য তৈরির দুটি কারখানা। নেই সাইনবোর্ড, প্রতিষ্ঠানের নাম, ট্রেড লাইসেন্স, বিএসটিআই’র অনুমোদন এবং টেক্স ফাইল।
নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ, খাবার তৈরির উপকরণ মাটিতে ফেলে রেখে বিষাক্ত রং ও পোড়া তেল ব্যবহার করে তৈরী করা হচ্ছে খাদ্য দ্রব্য। এসব খাবার পেকেটজাত করে উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছে।
প্রশাসনের প্রতি ভেজালযুক্ত ও বিষাক্ত রং মিশ্রিত খাবারের কারখানায় অভিযান পরিচালনা করার দাবী এলাকাবাসীসহ সচেতন মহলের।
এ ব্যাপারে বৈদ্যেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান আল আমিঙ্কে কল করে পাওয়া যায়নি।
জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাংবাদিক সুলতান মাহমুদ বলেন, “দুর্নীতি ও ভেজাল প্রতিরোধে আমরা সরকারের সাথে কাজ করে যাচ্ছি। সংবাদ পেয়েছে , আমাদের তদন্তকারী টিম মাঠে কাজ করছে এবং জেলাটিমও তদন্তে যাবে।আমি সোনারগাঁ থানার ইউনোকে আহবান করব যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।”