সোনারগাঁয়ে দুর্ধর্ষ কিশোর গ্যাং “সুমন গ্রপ”এর প্রধানসহ গ্রেফতার ৪

170

মোক্তার হোসেনঃ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ র‍্যাব ১১র অভিযানে দুর্ধর্ষ কিশোর গ্যাং “সুমন গ্রপ”এর প্রধান সুমনসহ ৪ সদস্য গ্রেফতার হয়েছে।

২৬ অক্টোবর বুধবার দিবাগত রাতে সোনারগাঁ উপজেলার  কাঁচপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলোঃ দুর্ধর্ষ কিশোর গ্যাং “সুমন গ্রপ” এর প্রধান মোঃ সুমন হাসান (২১), মোঃ জিতু (২৪) মোঃ এমরান হোসেন (২০) ও মোঃ আলা-আমিন হোসেন বাধন (২০)।

র‍্যাব জানায় এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ৩ টি ছোরা,১ টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা নিজেদেরকে কিশোর গ্যাং “সুমন গ্রপ” এর সদস্য বলে পরিচয় দিয়ে থাকে।

এবিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান।