সেভেন মার্ডার আসামী নূর হোসেনের ভাতিজা শাহজালাল বাদল কারাগায়ে

216

নাবিলা শারমিন: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাবেক ছাত্রলীগ নেতা, সেভেন মার্ডার আসামী নূর হোসেনের ভাতিজা শাহজালাল বাদলের প্রথম স্ত্রী সাদিয়া নিঝু (৩০) ছয় তলা ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রোববার (৫ই মার্চ)দুপরে শহরের প্রানকেন্দ্র বালুর মাঠের পিছনের দিকে রেললাইন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয়দের তথ্য মতে জানা গেছে, চাষাড়া বালুর মাঠ এলাকার একটি বহুতল ভবনে মায়ের সাথে থাকতেন সাদিয়া নিঝু।

তার মায়ের নিজস্ব মালিকানাধীন নিঝু পার্লার ভবনের তৃতীয় তলায় অবস্থিত। ওই ভবনের সাত তলার পিছনের দিকে হতে লাফিয়ে পরে রেললাইন সংলগ্ন এলাকায় আত্মহত্যার করে নিঝু।

পরে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান মোল্লা জানান, শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে এক নারীর মরদেহ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই নারী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন । হাসপাতালে পুলিশ সদস্য পাঠানো হয়েছে পোস্ট মর্টেম ও তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

তবে এ বিষয়ে জানতে, নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে মুঠোফোনে পাওয়া যায়নি,তিনি ফোন রিসিভ করেননি।