সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে ফলবাগান কর্তন বাড়ির সীমানা প্রাচীর ভাংচুর

243


মোঃ মোক্তার হোসেন :নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলার হাড়িয়া গোবিন্দী এলাকায় চাঁদা না দেওয়ায় ৮মার্চ বুধবার দুপুরে এক প্রবাসীর বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর করে এবং বাগানের লিচুর মুকুল সহ লিচু গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
এই ঘঠনায় প্রবাসীর স্ত্রী নুর জাহান বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোনারগাঁ থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ্য করেন। উপজেলা বৈদ্দ্যের বাজার ইউনিয়নের
হাড়িয়া এলাকায় গত এক বছর আগে প্রবাসী খোরশেদ আলম ২১শতক জমি ক্রয় করে ভোগদখল করে আসছেন। সম্প্রতি ওই এলাকার সাতভাইয়া পাড়া গ্রামের আব্দুল মতিন ও তার সহযোগী সঙ্গ পাঙ্গরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। দাবি কৃত চাঁদার টাকা না দেওয়ায় ৮মার্চ বুধবার আব্দুল মতিনের সহযোগী, মনির হোসেন, আরিফ মিয়া, মোহন মিয়া
সহ ১০/১২ জনের একদল সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে, জমির সীমানা প্রাচীর ভাঙচুর করে জমিতে থাকা মুকুল সহ ১০ টি লিচু গাছ কেটে ফেলে, এবং চাঁদার টাকা না দিলে পুরো লিচু বাগানের গাছ কেটে ফেলার হুমকি দিয়ে যায়।
প্রবাসী খোরশেদ আলমের স্ত্রীর নুর জাহান বেগম জানান, আব্দুল মতিন আমাদের কাছে জমি বিক্রি করেও অনৈতিকভাবে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দেওয়ায় আমাদের সীমানা প্রাচীর ভাঙচুর করে মুকুল সহ অনেক গুলো লিচুর গাছ কেটে ফেলে দিয়ে যায়।
এতে করে আমাদের প্রায় দুই লাখ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে আব্দুল মতিন এর সাথে যোগাযোগ করা হলে, তিনি জানান এখানে আমার কিছু জমি রয়েছে।আমার অংশের জমির গাছ আমি কেটে দিয়েছি, তারা জোরপূর্বক বেশি জমি দখল করে রেখেছে তাই আমি গাছ কেটে দিয়েছি ।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম জানান,
এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি
তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।