ডিসি নারায়নগঞ্জ, অপ-সাংবাদিকতা প্রতিরোধে ব্যবস্থা নিন-সুলতান মাহমুদ

244


মোঃ মোক্তার হোসেন: নারায়নগঞ্জ থেকে-
নারায়নগঞ্জ জেলার অপসাংবাদিকতা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য নারায়নগঞ্জ জেলা প্রশাসককে আহবান জানিয়েছেন সিনিয়র সাংবাদিক,সময়ের চিন্তা পত্রিকা ও টিভি প্রকাশক ও সম্পাদক।
জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন এর নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাংবাদিক সুলতান মাহমুদ।

সাংবাদিকতা পেশাকে কলংকিত করে নারায়নগঞ্জের কিছু সাংবাদিক মাদক ব্যবসা, চাদাবাজী, স্টিকার ব্যবসা, গ্যাস চোরদের সহয়তা, তেল চোরদের সহয়তা বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে।

সাংবাদিক সুলতান মাহমুদ বলেন অনতিবিলম্বে
দালালরা সাংবাদিকতা ছাড়ুন,
আর সাংবাদিকরা দালালি ছাড়ুন।

সিনিয়র সাংবাদিক সুলতান মাহমুদ আহ্বান করেন, নারায়নগঞ্জ জেলা প্রশাসক অপ-সাংবাদিকতা বন্ধে ব্যবস্থা নিয়ে আপনার নাম নারায়ণগঞ্জবাসীর নিকট স্বর্ন অক্ষর করে রেখে যাবেন বলে আশা করে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি।