ক্ষমতার জোরে ফসলের জমি নষ্ট করে সড়ক নির্মাণ!

84

সোনারগাঁও প্রতিনিধি:

মাটির তৈরি এই সড়ক টি দেখলে মনে হবে বিলের মাঝে নির্মিত একটি বাঁধ। আসলে এটি একটি সড়ক যেই সড়কটির সাথে নেই এলাকাবাসীর কোনো সংযোগ। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নে এমনই একটি সড়ক নির্মাণ করা হচ্ছে স্থানীয় মেম্বার ফজলুল হকের ব্যক্তিগত ব্যবহারের জন্য। স্থানীয়দের দাবি এই রাস্তা তাদের কাছে মূল্যহীন। সড়ক নির্মাণ করতে জমির মালিকদের থেকেও নেওয়া হয়নি কোনো অনুমতি। এইভাবে অপরিকল্পিত ভাবে ফসলের জমি নষ্ট করা হলে খাদ্য সংকট তৈরি হবে বলে জানান এলাকাবাসী। স্থানীয় এলাকাবাসীর দাবি ফজলুল হক মেম্বার হয়েই শুরু করেছে মানুষকে অত্যাচার, তার নামে থানায় একাধিক অভিযোগও রয়েছে।গতকাল এই বিষয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের নেতা গোলাম হাফিজ নাসিম।এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম জানান,ফসলের জমি নষ্ট করে রাস্তা নির্মান এর একটি অভিযোগ পেয়েছি।এ ঘটনার সঠিক তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।