পাসপোর্ট দালাল চক্রের মূলহোতাসহ ১৪ জন গ্রেফতার

125

নিজস্ব প্রতিনিধিঃ র‌্যাব-১১, সদর কোম্পানী কর্তৃক বিশেষ অভিযানে ফতুল্লা থানাধীন বিভিন্ন এলাকা থেকে পাসপোর্ট দালাল চক্রের দুই গ্রæপের দুইজন মূলহোতাসহ ১৪ জন সক্রিয় সদস্য গ্রেফতার করেছে।

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ১৫ মার্চ ২০২৩ তারিখ আনুমানিক ১১:৪০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন সাইনবোর্ড সংলগ্ন বাংলাদেশ নবজাতক হাসপাতালের পার্শে সামাদবানু ভবনের দ্বিতীয় তলায় মা ডিজিটাল কালারল্যাব নামক দোকান এর সামনে এবং তৃষা আদর্শ কর্পোরেশন মার্কেট এলাকা হতে পাসপোর্ট দালাল চক্রের ০২ (দুই) জন মূলহোতা আসামী মোঃ মুকুল মোল্লা (৩০), পিতা- আব্দুল মান্নান, মাতা- মোছাঃ রুমেছা বেগম, সাং- পাংখার চর, থানা- লোহাগড়া, জেলা- নড়াইল, এ/পি- সাং- সিকদারবাড়ী পুল, আক্তার আলী সিকদারের বাড়ী জালকুড়ি, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এবং মোঃ সাইফুল ইসলাম (২৮), পিতা- মোঃ সোলায়মান, মাতা- মরিয়ম, সাং- গাবুয়া, থানা- মতলব দক্ষিণ, জেলা- চাঁদপুর, এ/পি- সাং- ফতুল্লা রেলষ্টেশন, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ সহ ১৪ জন সক্রিয় সদস্য আসামী ১। মোঃ রাকিব (২৫), পিতা- মৃত হাসান আলী, মাতা- রাশিদা বেগম, সাং- জালকুড়ি, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ২। মোঃ আলমগীর (৩২), পিতা- মোঃ ফজলুল হক, মাতা- ছানোয়ারা বেগম, সাং- বাঘরি, থানা- সোনারাগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, ৩। মোঃ নবীন (১৮), পিতা- মোঃ আমিন সিকদার, মাতা- মোছাঃ তাসলিমা, সাং- পূর্বপাড় ডাকুয়া, থানা- গলচিপা, জেলা- পটুয়াখালি, এ/পি- সাং- জালকুড়ি নাইন্তার পাড়া, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৪। মোঃ শফিকুল ইসলাম রানা (৩৫), পিতা- মৃত আলাউদ্দিন খান, সাং- ঝিকুর হাটি, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর, এ/পি- সাং-তুষারধারা (সাত্তার মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৫। মোঃ সাখায়েত উল্লাহ (৩০), পিতা- মোঃ শাহজাহান, মাতা- আয়েশা আক্তার, সাং- শিমুলিয়া, থানা- সোনাইমুড়ি, জেলা- নোয়াখালী, এ/পি- সাং- পিলকুনি (মোল্লা বাড়ি), থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, ৬। মোঃ শফিকুল ইসলাম (৪৫), পিতা- মৃত খলিলুর রহমান, মাতা- মনোয়ারা, সাং- একরামপুর উইলসন রোড, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ, ৭। মোঃ ইমরান হোসেন সুজন (৩৪), পিতা- মৃত দেলোয়ার সিকদার, মাতা- শেফালি, সাং- সোনাহাট, থানা- বানারি পাড়া, জেলা- বরিশাল, এ/পি- সাং- তুষারধারা সাদ্দাম মার্কেট , মঞ্জুয়ারা বেগম এর বাসা, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, ৮। মোঃ সিরাজ উদ্দিন সাজু (৩৯), পিতা- মোঃ গিয়াস উদ্দিন আহমেদ, মাতা- কোরাইশা খাতুন, সাং- গার্ডপাড়া, থানা- সৈয়দপুর, জেলা- নীলফামারী, এ/পি- সাং- আলম মুন্সীর বাড়ি, সাহেবপাড়া বাজার মিজমিজি,  থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ,  ৯। হাসান ইকবাল (৩৬), পিতা- মৃত আমিন উল্লাহ, মাতা- মৃত রহিমা বেগম, সাং- নান্দিয়ারা, থানা- রামগঞ্জ, জেলা- লক্ষীপুর, এ/পি- সাং- ডেমরা মাহমুদ নগর, থানা- ডেমরা, ডিএমপি ঢাকা, ১০। মোঃ জাহিদ (৪৫), পিতা- মৃত আবুল কাশেম, মাতা- মৃত ফিরোজা বেগম, সাং- ৩৮/৪ আল্লামা ইকবাল রোড, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, ১১। মোঃ মফিজুল (৩৫), পিতা- মোঃ আলী মিয়া, মাতা- মাফিয়া বেগম, সাং- মঙ্গালের গাঁও, থানা- সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ, ১২। মোঃ সজিব (৩২), পিতা- মৃত সিরাজুল ইসলাম, মাতা- ফারেছা বেগম, সাং- কাজলা, থানা- তারাইল, জেলা- কিশোরগঞ্জ, এ/পি- সাং- শান্তিধারা সুজন মিয়ার বাড়ি, সাইনবোর্ড, থানা- ফতুল্লা,  জেলা- নারায়ণগঞ্জ’দেরকে গ্রেফতার করা হয়। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ২২টি পাসপোর্ট, পাসপোর্ট ডেলিভারি ¯øীপ-৪৮৭ কপি, এনআইডি কার্ড ১৯ টি, রাবার সীল ০৮ টি, মোবাইল ফোন ২০ টি এবং ৩১টি সীম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা সকলেই দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে বিভিন্ন লোকজনের নিকট থেকে পাসপোর্ট তৈরী করে দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে বেআইনিভাবে অন্যের পাসপোর্ট নিজেদের দখলে রেখে অপরাধ মূলকভাবে ভুক্তভোগী জনসাধারণের বিশ্বাস ভঙ্গ করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার করে। তারা আরো স্বীকার করে যে, জব্দকৃত মোবাইল ফোন দিয়ে বিভিন্ন লোকজনের সাথে দালালির মাধ্যমে পাসপোর্ট তৈরী করে দেওয়ার বিষয়ে যোগাযোগ করত এবং বিভিন্ন থানার ডিউটি অফিসারের সীল ব্যবহার করে ভূয়া কাগজপত্র তৈরীর মাধ্যমে মানুষের সাথে প্রতরণা করে আসছে। প্রতারক চক্রের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।   

পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীদের’কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।