চাষাড়া লিংক রোড বাস কাউন্টারে যাত্রী হয়রানি

145

সময়ের চিন্তা রিপোর্ট: নারায়ণগঞ্জ চাষাড়া লিংক রোড বন্ধন ও উৎসব বাস কাউন্টারে যাত্রী হয়রানি ও যাত্রী সেবা বঞ্চিত হচ্ছে বলে জানা যায়।

যাত্রী সেবা নিশিতে নারায়নগঞ্জ জেলা প্রশাসক, ভোক্তা উপ-পরিচালক, বিআরটিএ উপ-পরিচালক কে ব্যবস্থা নেওয়ার জন্য আহবান জানিয়েছে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি।


নারায়ণগঞ্জ চাষাড়া বন্ধন ও উৎসব কাউন্টারে চলছে যাত্রী হয়রানি। চাষাড়া কাউন্টারের যাত্রীরা বাসের লেজে সিট পাচ্ছে ৪/৫ টা কারন রাস্তায় রাস্তায় গাড়ী থামিয়ে পেসেঞ্জার নিয়ে সিট ভরে আসে বন্ধন ও উৎসব। এ নিয়ে যাত্রীরা কথা বললে হয়ে যায় অপমান ও লাঞ্চিত।
নারায়নগঞ্জ জেলা প্রসাসক, বিআরটির উপ-পরিচালক ও ভোকার উপ-পরিচালক যাত্রী সেবা নিশ্চিতে ব্যবস্থা নিন।