মোঃ মোক্তার হোসাইন নিউমার্কেট ঢাকা-
রাজধানীর নিউ সুপার মার্কেটে ‘লাইট ম্যান’ নামে দুইটি পোশাকের দোকান চালান আসমা বেগমের চার ছেলে। শনিবার সকাল ৮টার দিকে আগুন লাগার খবর শুনে চারজনই ছুটে গেছেন যদি কিছু বাঁচানো যায়। কিন্তু তাদের কোনো খোঁজ পাচ্ছেন না আসমা। তিনি এসেছেন চার ছেলেদের খুঁজতে।
আসমা বেগম বলেন, নিউ মার্কেটের তৃতীয় তলায় তার চার ছেলের দুইটি কাপড়ের দোকান আছে। আগুন লাগার খবর শুনে তারা ছুটে গেছেন দোকান বাঁচাতে। কিন্তু সাড়ে তিন ঘণ্টা হয়ে গেছে, ছেলেদের কোনো খোঁজ পাচ্ছেন না। তাই ওদের খুঁজতে এসেছি।