সংবাদ সংগ্রহকালে সাংবাদিক লিটনের উপর সন্ত্রাসী হামলা থানায় অভিযোগ

192

সময়ের চিন্তা নিউজ

মোঃ মোক্তার হোসাইন নারায়নগঞ্জ সোনারগাঁ:-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সিএনএন বাংলা টিভির সোনারগাঁও প্রতিনিধি লিটন বিশ্বাসের উপর সন্ত্রাসী বাহিনীর হামলার অভিযোগ উঠেছে।
অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদী ১। সুমন চন্দ্র বিশ্বাস (৩০), পিতা-পরিধন চন্দ্র বিশ্বাস, ২। গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস (৫৫), পিতা-চন্দ্ৰ মহন চন্দ্র বিশ্বাস, ৩। মিথিলা রানী বিশ্বাস (৩২), স্বামী বিকাশ সরকার, ৪। পূর্নি
বিশ্বাস (১৯), পিতা-গৌরাঙ্গা চন্দ্র বিশ্বাস, সর্ব সাং কাহেনা, ইউপি-জামপুর, থানা-সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ সহ আরো অজ্ঞাত নামা ৪/৫ জন বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করিতেছি যে,আমি সিএনএন বাংলা টেলিভিশন সোনারগাঁ প্রতিনিধি। আরিফ ভুইয়া জোরপূর্বক ভাবে অন্যের জমির মাটি কাটিতেছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে আমি সংবাদ সংগ্রহ করার উদ্দেশ্যে বাসা হইতে বাহির হইয়া ইং ১৮/০৪/২০২৩ তারিখ বিকাল আনুমানিক ০৩.০০ ঘটিকার সময় সোনারগাঁ থানাধীন কাহেনা
সাকিনস্থ পরিধন এর বাড়ীর সামনে রাস্তায় অবস্থান করিয়া সংবাদ সংগ্রহের চেষ্টাকালে উপরোক্ত
বিবাদীরা আমার উপর ক্ষিপ্ত হইয়া আমাকে এলোপাতারী মারপিট করিয়া আমার হাতে, পায়ে, পিঠে,
মাথায় ও মুখমন্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। ১নং বিবাদী তাহার হাতে থাকা
বাশের লাঠি দিয়া আঘাত করিয়া আমার কপালে জখম করে। সকল বিবাদীরা আমার সাথে থাকা নগদ
৫,৮০০/-টাকা ও গলায় ব্যবহৃত ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়া যায়। যার মূল্য-৪৫,০০০/-
টাকা। উক্ত ঘটনার সংবাদ পাইয়া আমার ভাই মিঠুন চন্দ্র বিশ্বাস ও কেবল চন্দ্র বিশ্বাস আসিয়া ঠেকাইলে
বিবাদীরা তাদেরকেও মারপিট করিয়া তাহাদের শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে।
আমাদের ডাক চিৎকার শুনিয়া আশেপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীরা আমাকে দেখে নিবে
বলিয়া ভয়ভীতি সহ প্রাননাশের হুমকি প্রদান করে চলে যায়।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহাবুব আলম জানান,এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।