জোর যার মুল্লুক তার নীতির বাস্তবায়ন করছে ফজলুল বাহিনী!

144

সোনারগাঁও প্রতিনিধিঃ-মাটির তৈরি এই সড়ক টি দেখলে মনে হবে বিলের মাঝে নির্মিত একটি বাঁধ। আসলে এটি একটি সড়ক যেই সড়কটির সাথে নেই এলাকাবাসীর কোনো সংযোগ। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সনমান্দী ইউনিয়নে চরভূলূয়া এমনই একটি সড়ক নির্মাণ করা হচ্ছে স্থানীয় মেম্বার ফজলুল হকের ব্যক্তিগত ব্যবহারের জন্য। স্থানীয়দের দাবি এই রাস্তা তাদের কাছে মূল্যহীন। সড়ক নির্মাণ করতে জমির মালিকদের থেকেও নেওয়া হয়নি কোনো অনুমতি। এইভাবে অপরিকল্পিত ভাবে ফসলের জমি নষ্ট করা হলে খাদ্য সংকট তৈরি হবে বলে জানান এলাকাবাসী। স্থানীয় এলাকাবাসীর দাবি ফজলুল হক মেম্বার হয়েই শুরু করেছে মানুষকে অত্যাচার, তার নামে থানায় ৬ মামলা রয়েছে। এই বিষয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এক ভুক্তভোগী ।এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম জানান,ফসলের জমি নষ্ট করে রাস্তা নির্মান এর একটি অভিযোগ পেয়েছি।এ ঘটনার সঠিক তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।তার কথা অনুযায়ী তদন্ত করতে যায় সাব ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান। তার সামনেই মেম্বার ফজলুল হকের ভাই আনোয়ার হোসেন মারমুখী আচরণ করতে থাকে।আনোয়ার হোসেন বলেন, আমাদের কারো অনুমতি লাগে না আমরা নিজের টাকা দিয়ে করেছি আমাদের সুবিধার জন্য।পুলিশ দিয়ে আমাদের কিছুই করতে পারবেন না।মেম্বার ফজলুর হক যে সময় যে দল ক্ষমতায় আসে সেই দলের লোক হয়ে যায়।তিনি বিগত সময়ে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন।স্থানীয় এলাকাবাসী মনে করেন যদি তাদের লাগামটা এখনই টানা না যায় তাহলে এলাকায় তৈরি হতে পারে বিশৃঙ্খলা।