প্রকাশিত সংবাদের প্রতিবাদ

244

মোঃ মোক্তার হোসাইন:বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জ সোনারগাঁ

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, দৈনিক রুদ্রবার্তা পত্রিকায় ১লা মে শেষের পাতায় “ভেজাইল্যা সুলতান ও প্রতারক কামালের বিরুদ্ধে সদর থানায় সাংবাদিক দিপুর অভিযোগ” শিরোনামে, রুদ্রকন্ঠ পত্রিকায় ৩০ এপ্রিল শেষের পাতায় “একাধিক মামলার আসামী কামাল ও সুলতানের বিরুদ্ধে যত অভিযোগ!! যে কোন সময় গ্রেফতার” শিরোনামে, ও দৈনিক অগ্রবানী প্রতিদিন পত্রিকায় ৩০ এপ্রিল “একাধিক মামলার আসামী কামাল ও সুলতানের বিরুদ্ধে যত অভিযোগ!! যে কোন সময় গ্রেফতার” শিরোনামে, ১৮ এপ্রিল ১ম পাতায় “ভেজাইল্যা সুলতান ও প্রতারক কামালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এসপিকে ডিসির নির্দেশ” শিরোনামে, এবং দৈনিক ইয়াদ পত্রিকায় ১৬ এপ্রিল ১ম পাতায় “কোটি টাকা আত্নস্বাদ করেও ভাল তবিয়তে কামাল প্রধান খুটির জোড় কোথায়” শিরোনামে, ১৮ এপ্রিল ১ম পাতায় “ভেজাইল্যা সুলতান ও প্রতারক কামালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এসপিকে নির্দেশ” শিরোনামে, ৩০ এপ্রিল “একাধিক মামলার আসামী কামাল ও সুলতানের বিরুদ্ধে যত অভিযোগ!!যে কোন সময় গ্রেফতার” শিরোনামে ১ম পাতায় প্রকাশিত সংবাদ তথ্যগত ভুলে ছাপানো হয়েছে, যা সত্য নয়, তার জন্য আমরা অত্যন্ত মর্মাহত ও দুঃখিত। প্রকৃতপক্ষে সাংবাদিক সুলতান মাহমুদ এসব কোন কাজের সাথে জড়িত ও সম্পৃক্ত নয়। সুত্রমতে, ওমর ফারুক গ্রাম-ভাটিবন্দর এবং মোতাহার মাসুম শিকদার গ্রাম-কৃষ্ণপুরা, উভয়ের থানা-সোনারগাঁ, জেলা- নারায়ণগঞ্জ পুর্ব শত্রুতা ও সংবাদ প্রকাশের জেরে মামুনুল হক কান্ডে ফিটিং মামলায় সাংবাদিক সুলতান মাহমুদের নাম জড়িয়ে দেয়, যা সোনারগাঁ ও নারায়ণগঞ্জের সর্বজন জ্ঞাত। আমাদের জানামতে সাংবাদিক সুলতান মাহমুদ রাষ্ট্রদ্রোহী কোন কাজে জড়িত নয়। আমরা সাংবাদিক সুলতান মাহমুদের সর্বাংঙ্গীন মঙ্গল কামনা করি।