কাঁচপুড়ে গণপরিবহনে চাঁদাবাজিকালে গ্রেফতার ১

166


মোঃ মোক্তার হোসাইন:
নারায়নগঞ্জ সোনারগাঁ

সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় গণপরিবহনে চাঁদাবাজি কালে হাতেনাতে ১ জনকে আটক করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ।গতকাল বুধবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢাল থেকে তাকে আটক করা হয়।

আটককৃত চাঁদাবাজ হৃদয় হোসেন আকাশ (২১) ফতুল্লা থানার ভূইঘর কেনালপাড় এলাকার বাদশা মিয়ার ছেলে।

এই বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. ইব্রাহিম মিয়া জানান, চাঁদাবাজিকালে হাতে নাতে চাঁদা আদায়ের শ্লিপ ও চাঁদার ১হাজার টাকাসহ তাকে গ্রেফতার করা হয়। পড়ে গ্রেফতারকৃত চাঁদাবাজকে মামলা দিয়ে সোনারগাঁ থানার মাধ্যমে নারায়ণগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা প্রতিনিয়ত নারায়ণগঞ্জ হাইওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল কাদের জিলানী স্যারের নির্দেশে কাজ করে যাচ্ছি। পরিবহনে চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। ঈদের ছুটিতে যাত্রীরা যেন নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে পুলিশ টহল জোরদার করেছি, ঈদের সময় ৫ চাঁদাবাজকে আটক করেছি। মহাসড়কে যেন চাঁদাবাজি ছিনতাই না হয় সর্বদা চোখ কান খোলা রাখছি।