সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধা পরিবারের জোরপূর্বক জমি দখল এর অভিযোগ

170


মোঃ মোক্তার হোসাইন: নারায়নগঞ্জ সোনারগাঁ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নের নারায়নদিয়া গ্রামে দিন দুপুরে সন্ত্রাস বাহিনীর মাধ্যমে জোরপূর্বক মুক্তিযোদ্ধা আলী আকবর প্রধানের জমির উপর সাইনবোর্ড লাগিয়ে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে মীর কবির বাহিনীর বিরুদ্ধে।

রবিবার (৭ মে ) দুপুরে ভূমিদস্যু ও ডাকাতবাহিনী মীর কবির সহ আরো ৮/১০ জন সন্ত্রাস বাহিনী মিলে এই নেক্কারজনক ঘটনা ঘটায়।

মুক্তিযোদ্ধা পরিবার আলী আকবর প্রধানের ছেলে আনিসুর রহমান খোকন (৪৫) এ বিষয়ে গত রবিবার সোনারগাঁ থানায় ৮ জন এর নাম উল্লেখ করে ও আরো অজ্ঞাত ৪০/৫০ জন কে আসামি করে একটি লিখিত অভিযোগ করেন।

বেদখল হওয়া জমির মালিকেরা উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। মোঃ মীর কবির (৪৫) পিতা, মৃত কালু মির এর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় জোরপূর্বক জমি দখলের একাধিক অভিযোগ রয়েছে এছাড়া সরকারি খাল দখলের ও নানান অভিযোগ রয়েছে। এরই মধ্যে সোনারগাঁয়ে ভূমিদস্যু মীর কবির নামে ব্যাপক বদনাম অর্জন করেছেন তিনি।

ভুক্তভোগী মোঃ আনিছুর রহমান সংবাদ কর্মীদের জানান, ৫১৮ শতাংশ সম্পত্তি ক্রয় সূত্রে মালিক হইয়া দীর্ঘ ৪৭ বছর যাবত ভোগ দখলে আছেন। উক্ত সম্পত্তির প্রধান আসামি নুরুল ইসলাম( ৫৮) পিতা মৃত আব্দুল মালেক গ্রাম, চরসফিকা, মোগরাপাড়া ইউনিয়ন এর মায়ের কাছ থেকে ৪৭ বছর পূর্বে উক্ত সম্পত্তি ক্রয় করেন। দীর্ঘদিন পর উল্লেখিত আসামি সম্পত্তির মালিক দাবি করিয়া জোরপূর্বক ভাবে দখল করার উদ্দেশ্যে আমাকে ও আমার বাবাকে নানা ধরনের অশালীন গালমন্দ ও ভয়-ভীতি দিয়ে থাকেন।

রবিবার (৭মে )দুপুরে আনিসুর রহমান ও মীর কবীর সহ আরো ৪০-৫০ জন ভাড়াটিয়া সন্ত্রাস বাহিনী নিয়ে ভুয়া মালিক দাবি করে একটি সাইনবোর্ড গাথিয়া আমার বাবার সম্পত্তি জোরপূর্বক ভাবে বেদখল করার চেষ্টা করে। আমি আনিসুর রহমান ও আমার বাবা তাদের বাধা নিষেধ করিলে উল্লেখিত বিবাদীরা আমাকেও আমার বাবাকে অশালীনভাবে গালমন্দ করে ও মারপিট করিতে উদ্যোক্ত হইয়া ভয়-ভীতি সহ প্রাণনাশের হুমকি প্রদান করে।

উল্লেখিত অভিযোগের বিষয়ে মির কবিরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব না বলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে সোনারগাঁয়ের সহকারী কমিশনার ( ভূমি) অফিসার জানান, মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগটি বড়ই দুঃখজনক, তদন্ত করে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।