দারিদ্র্য কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

205

কাউনিয়া উপজেলা প্রতিনিধি:

লালসবুজের দেশ বাংলাদেশ। যেদিকে দু’চোখ জুরিয়ে যায় সোনালী ধানে। উত্তরাঞ্চলের বেশির ভাগ জমির ধান শ্রমিক সংকটের কারণে যখন কৃষকদের শ্রমিক সংকট চরমে ঠিক সেই মূহুর্তে “বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্দেশনা মোতাবেক কাউনিয়া উপজেলার কৃষকের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, কাউনিয়া উপজেলা শাখা। দুর্যোগে ধান নষ্ট হওয়ার আগেই ঘরে তুলতে হবে। শ্রমিক সংকটে অল্পসময়ের ধানকাটা নিয়ে দূরচিন্তায় ছিল কৃষকরা। ঘাড়ে গামছা নিয়ে কৃষকের কাঁধে কাঁধ মিলিয়ে ধান কেটে দিল কাউনিয়া উপজেলা ছাত্রলীগ।

আজ শুক্রবার (১২মে) সকালে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক :
মো: সাকিবুল ইসলাম রিছন,
মো: ইমরান মিয়া,
মো: সোহেল তানবীর,
মো: আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ৪০জন ছাত্রলীগ কর্মী, উপজেলার কূর্শা ইউনিয়নে পূর্ব চান্দ ঘাট গ্রামের ধান কেটে মাড়াই করে ঘরে পৌঁছে দিয়েছেন তারা।

এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা জানান মাঠে ধান যতদিন থাকবে ততদিন আমাদের এ কাজ অব্যাহত থাকব, কেউ চাইলে আমাদের সাথে যে কেউ যোগাযোগ করে এ সেবা নিতে পারে ফসলের মাঠে ছাত্রলীগের নেতৃবৃন্দকে পেয়ে খুশি কৃষকরা।
এদিকে ছাত্রলীগের এমন মহৎ কাজকে সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজ ও এলাকাবাসী।