সরকার দলীয় নেতাকর্মীদের টোপে ফেলে জাতীয়পার্টিতে যোগদান করাচ্ছেন এমপি খোকা,ডাঃ বীরুর প্রতিবাদ

207

সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সোনারগাঁ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সরকারদলীয় আওয়ামীলীগের তৃণমুল নেতাকর্মীদের বিভিন্ন কাজের লোভ দেখিয়ে টোপে ফেলে জাতীয়পার্টিতে যোগদান করাচ্ছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিরোধদলীয় এমপি লিয়াকত হোসেন খোকা। তিনি একজন মহাজোটের এমপি। প্রায় দশ বছর এমপি থাকাবস্থায় নিজের দলকে গোছাতে ব্যর্থ হয়ে আমাদের নেতাকর্মীদের নিয়ে টানাটানি শুরু করেছেন। সাংবাদিকদের সাথে সোনারগাঁওয়ের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপকালে তিনি এসব কথা বলেন। সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ডঃ আবু জাফর চৌধুরী বীরু এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, তিনি মহাজোটের এমপি হয়ে সরকার দলীয় নেতাকর্মীদের বিভিন্ন কৌশল ব্যবহার করে টানাহেচড়া করে দলীয় শৃংখলা ভঙ্গ করছেন। তিনি আরো বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে সোনারগাঁওয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছি। সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের তৃণমুল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে আগামী নির্বাচনে সোনারগাঁওয়ে দলীয় প্রতীক নৌকা দিতে হবে। এ আসনে অন্য দলকে প্রার্থী দেয়া হলে সোনারগাঁওয়ের জনগণ তা কোন ভাবেই মেনে নিবে না। নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য জহিরুল ইসলাম শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি প্রার্থী ছিলেন। তাকে নোয়াগাঁও ইউনিয়ন জাতীয়পার্টির ৪নং ওয়ার্ড সভাপতি হিসেবে যোগদান করিয়েছেন এমপি লিয়াকত হোসেন খোকা। সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।